বাবা , যখন তোমার সাথে
        ছিলাম আমি গাঁয়ে
সবুজঘেরা বাগানমাঝে
          তুমি আমি মায়ে ।
আমবাগানের ডালে বসে
         গাইত কোকিল গান
মনটা কেমন উদাস হতো
       জুড়তো আমার প্রাণ ।
এখন থাকি ষোলতলায়
      মানুষগুলো নীচে
যায়না চেনা তাদের যেন
     মানুষ না তো কী যে !
এইখানেতে রোদ জোটে না
       চার দেয়ালের মাঝে
বন্দী আমি একা একা
     সেটাই বুকে বাজে ;
গাছপালা চিল টিয়া ঘুঘু
       সোনাবউয়ের ডাক
ভুলেই গেছি কেমন ছিল
    স্মৃতি হয়েই থাক ।