শহর থেকে বেরিয়ে গ্রামে যাওয়ার পথে
কাঁচাপাকা উস্কুখুস্কু চুলের লোকটাকে দেখে
রাস্তার ধারে আপন মনে কিছু একটা করতে
নেমে পড়লাম গাড়ি থেকে , কাছে গিয়ে দেখি
আপন মনে গাছের বীজ পুঁতে যাচ্ছে ।
কেমন যেন ভিখিরির মতো চেহারা
কাঁধে ভিক্ষার ঝুলি , শতছিন্ন পোশাক !
কী করো বাপু বলতেই বলে
আজ না হয় কাল চারা বেরোবে
গাছ হবে ফল ফুল দেবে
নাই বা হলো আমার জমি
নাই বা হলো আমার দেখা
তবু আপনারা তো দেখবেন !