চোরা না শোনে কভু ধর্মের কাহিনি
যতই সজাগ থাক না পুলিশ বাহিনী
নিশাচর খর্পর চুরির সুযোগ পেলে
সামাল দিয়ে থাকে নগর-কোটালে ;
কোটালে পায় বেশি , চোর পায় কম
ধরা পড়ে গণধোলাই খায় হরদম
চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না ধরা পড়ে
কোটালের আস্কারায় দেশে চোর গড়ে ।