গুজবটা হাওয়ায় ভেসে ভেসে উড়ে বেড়ায় ; কে যেন রটিয়ে দেয় লোকটার থলেভরা অখাদ্য কুখাদ্য ; দলে দলে জীবন্ত শরীরের আনাগোনা কেউ কানপেতে , কেউ সন্দেহে , কেউ বা নিস্পৃহ , কেউ পাশ কাটায় ঝামেলা মাখে না । আর্ত আকুতি জলস্রোতে কোথায় হারিয়ে যায় । ত্রস্ত নমস্কারের মুদ্রা আকাশের দিকে নিষ্ফল ক্রন্দন । সংবাদমাধ্যমের হৈচৈ দুদিনে সমুদ্রের অতল গহ্বরে । হাজার ক্রোশ দূরে টালির চালের নীচে নারীমূর্তি কোলের শিশু নিয়ে মূর্ত প্রতিমূর্তি ।