গভীর রাতে ডাহুক যখন ডাকে করুণসুরে
মন ছুঁয়ে যায় আমার তখন  , মনে হলো
সঙ্গীহারা পাখী  , হারিয়ে ফেলে সাথী
উথলে ওঠে দুঃখ বুঝি ; পিকাসকে
বলে চলে যাই তার পাশে ; আমিও দুখী
সমাব্যথায়  সান্ত্বনা দিই তাকে ;
ডাহুক তখন  ফিরলো আমার পানে ,
আমার দিকে তাকিয়ে খানিক
রোদন দেখি থামে , তারপরেতেই
দ্বিগুণ সুরে ডাকছে ডাহুক আরো করুণ সুরে ।
বিচলিত আমার মন , পাশের পদ্মপাতায়
আমার নিঃস্তব্ধতা দেখে কিছুক্ষণ
ডাকার পরে নিশ্চুপ হয়ে যায় ।