ফরাসী জনগণ খাদ্যাভাবে শুনে সম্রাট ষোড়শ লুইয়ের মহীয়সী
মারি এণ্টোইনেট জানান প্রজারা রুটি না পেলে কেক খান  !
সম্রাজ্ঞী জানেন না রুটি ও কেকের ফারাক
যাঁরা কার্পেট ছাড়া মাটিতে পা রাখেন না ,  ঊর্ধ্বমুখী নজর
তাঁরা মাটির মানুষের ব্যথা বুঝবেন কী করে
যাঁরা এক পেট ভাত , ডাল ও একবাটি পুঁইশাকের
জন্য হন্যে হয়ে ঘুরে বেড়ায় তাদের যদি বলা হয়
প্রাণান্তকর পরিশ্রমের জন্য এখানে ওখানে যায়
তাদের যদি বলা হয় আমাদের দেশ মুন মিশন করেছে , সীমান্ত রক্ষা করছে , বড় বড় মূর্তি করছে
নিত্য নতুন মন্দির নির্মিত হচ্ছে
তাঁরা এসব কথার অর্থ বোঝে না
তাঁদের কাছে চাঁদের চেয়ে রুটির মূল্য বেশি
মূ্র্তি ভেঙে খাওয়া গেলে ওরা খেত
মানচিত্র খাওয়া গেলে ওরা তাও খেত
মন্দিরের চেয়ে প্রসাদের মূল্য বেশি
যখন পেটে দাবানল তখন প্রতিশ্রুতির দমকলে
সে-আগুন নেভে না , ছিটেফোঁটা ভিক্ষা
প্রচণ্ড খরায় মাটিতে দুচার ফোঁটা বৃষ্টির মতো
এক তোড়া ফুলের চেয়ে এক ঠোঙা মুড়ি দামি
ষোড়শ লুইয়ের মহীয়সীর মতো নেতারা জানেন না
পেটের দাবানল বেরিয়ে  এসে একদিন
দেশটাকেই ছারখার করে দিতে পারে !