সাতটা বছর দুর্বিষহ
বাঁচার আশা ক্ষীণ
কী ভাবে যে কেটে
অয়সকঠিন দিন ।


আলো ছিল আকাশেতে
ইচ্ছেমতো  চলা
ফুলের গন্ধ বাতাসেতে
লাগতো মনে দোলা ।


ইচ্ছেগুলো হরিণ হয়ে
ছুটতো এদিক ওদিক
মনের সুখে কর্ম খোঁজে
মানুষ দিগবিদিক  ।


হঠাৎ গেল কালো মেঘে
দিনের আকাশ ছেয়ে
বজ্রপাতে মুহুর্মুহু
বৃষ্টি এলো ধেয়ে ।


চলার পথে বিষম কাঁটা
সুখের গুড়ে বালি
নাম বদলে দিনে দিনে
দিচ্ছে মুখে কালি ।


অগ্নিমূল্য গ্যাস জ্বালানি
দ্রব্যমূল্য চড়া
শমনদূতে নাড়ছে এসে  
জীবনদোরের কড়া ।


কে জানে আর কতদিনই
ভুগবে দেশের লোক
জ্বলছে স্বদেশ মরছে মানুষ
ঘুচবে মনের শোক ।