দেশ তো কেবল মানচিত্রে সীমাবদ্ধ নয়
দেশ তো কেবল কতগুলো রেখার সমাহার নয়
দেশ মানে বাচনিক হয়ে বাজিমাত করে
দেশপ্রেম উজাড় করা নয় , কেবল উদ্বোধন
উদঘাটন বা নতুন নতুন ঘোষণা নয় ।
দেশ মানে দেশের প্রতিটি কোণের জনগণের
পাতে দুবেলা দুমুঠো খাবারের সুরাহা করা
কর্মক্ষেত্রে নতুন নতুন কাজের সুযোগ করে দেওয়া
দেশ মানে  শিক্ষার বহুল প্রসার , বহুল সুযোগ
দেশ মানে কৃষিতে বিপ্লব ঘটানো
চাষীদের আত্মহননের পথ বন্ধ করা
দেশ মানে শিল্পবিপ্লব , দেশকে স্বয়ংসম্পূর্ণ করে তোলা ,
অর্থনীতির বুনিয়াদ গড়ে তোলা
দেশ মানে  বিজ্ঞানের উন্নতিসাধন
বিজ্ঞানীদের নিজের দেশে ধরে রাখার ক্ষমতার্জন
দেশ মানে  দেশবাসীর সামনে সঠিক ইতিহাস তুলে ধরা
ভৌগোলিক ভূমিরূপ দেখে সুখসুবিধার ব্যবস্থা করা
দেশ মানে তো নিরাপত্তা , শান্তির আবাসভূমি
যেখানে ভাইয়ের বিরুদ্ধে ভাইকে লড়তে দেওয়া হয়না
জনগণ নিয়েই দেশ আর দেশের জনগণের সাথে
সহমর্মিতা না থাকলে দেশনেতৃত্ব দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে না ,
মানচিত্রের দেশের প্রতিটি কোণের
জনতার সাথে একাত্মতা বোধ করা ।