এপার বাংলা ওপার বাংলা
মধ্যে ইছামতি
ইচ্ছে করে ওপার যেতে
কিন্তু নাহি গতি ।
এপার ওপার বাংলা ভাষা
মধ্যে বেড়াজাল
দুপার বাংলার কাঁদে চাষা
বড়ই করুণ হাল ।
খাঁটি সোনার চেয়েও খাঁটি
মানুষগুলোর মন
দেশের আইন বাদ সেধেছে
জ্বালায় সর্বক্ষণ ।
মানুষ হয়ে ভুল করেছি
হতেম যদি পাখি
ইচ্ছে হলেই উড়ে যেতাম
যে দিকে চায় আঁখি ।
বিশ্বকবি মধু কবি
একই নজরুল
এক সুরেতেই গাইতে বাউল
কেউ করেনা ভুল ।
সাধ্য থাকে দাও না দেখি
পালটে বর্ণমালা
বুঝছে মানুষ হাড়েহাড়ে
দেশভাগের জ্বালা ।