তোমার আছে বিত্ত জানি,
আমার আছে চিত্তখানি
তোমার কাছে যাহা অর্থ ,
আমার কাছে তাহা অনর্থ
তুমি থাকো অট্টালিকায়
আমি থাকি মাটির দাওয়ায়
কোপ্তা কাবাব তোমার পাতে
আমার শান্তি ডাল ও ভাতে
তোমার নিদ্রা বৃন্দাবন
আমি ঘুমাই , চাইলে মন
তোমার সুগার তোমার প্রেসার
আছেও নাকি কোলেস্টোরল
গতরখানি খাটাই বলে
পাই যে আমি মনের বল ।
টাকার পাহাড় জমছে তোমার
তবুও তোমার শান্তি নাই
দিন আনা দিন খাটি আমি
চাটাই পেতে নিদ্রা যাই ।