ধ্যেত্তিরিকা ভাল্লাগে না সকাল সাঁঝে
দুবেলাতেই পড়তে
ইচ্ছে করে পাখির মতো আকাশেতে
খুশি মতো উড়তে ‌।
সকাল বেলায় ইচ্ছে করে ওড়াই গিয়ে
লেজওয়ালা ঘুড়ি
সাঁঝের বেলায়  মুঠো ভরে বাগানেতে
জোনাকপোকা ধরি ।


ভাল্লাগে না  আপেল আঙুর বাটিভরা
গরম দুধ গিলতে
ইচ্ছে করে কাঁচা তেঁতুল , টকোকুলে
লবণ দিয়ে খেতে।
ভাল্লাগে না ব্যাগের বোঝা পিঠে করে
ইস্কুলেতে পড়ি
ইচ্ছে করে ছিপটি নিয়ে পুকুর ডোবায়
গিয়ে মাছটি ধরি ।


বিকেল হলে ইচ্ছে করে শালতি নিয়ে
খালবিলেতে ঘুরি
পকেট থেকে বাহির করে মাঝেমাঝে
খাবো বাদাম মুড়ি।
বাবা কাকা পিসী মামা কেউ পড়ে না
সবসময়েই ঘোরে
আমায় কেন তুমি কেবল পড়তে বসাও
দুইবেলা জোর করে ।