দিলদরিয়া দিলু বাবু কথা বলেন দিল খুলে
নানারকম বকবকম মাঝেসাজে যান ভুলে
তখন জানি একটুখানি বকেন উলটোপালটা
গরমকালেও গায়ে থাকে  দামি সাদা সালটা ।
সেদিনের এক জনসভায় ভরা ছিল মাঠ
তিনি বলেন বিদ্যাসাগর লেখেন সহজপাঠ
মুহুর্মুহু জয়ধ্বনি আর লক্ষ হাতের হাততালি
মুখ লুকিয়ে হেসেছিল তাঁরই সচিব বনমালী ।
গাভী মাতা গাভীভক্তি করেন তিনি মনেপ্রাণে
গরু পালেন গোয়ালেতে স্বর্ণনাভীর সন্ধানে ।
দিলদরিয়া দিলু বাবুর হস্তদুটিও দরাজ
দায়গ্রস্ত পিতার ডাকে উজাড় করেন দেরাজ ।
আপদ বিপদ এলে কারো ঝাঁপিয়ে পড়েন আগে
গামছা চাদর  বিলি করেন পৌষ কিংবা মাঘে ।