রক্ত চোখের আগুনঝরা দৃষ্টি তোমার সরাও
আমার চোখের সামনে ভাসে তোমার খুনপিয়াসী ছবি
তোমার বুকের মাঝে দেখি কেউটে সাপের ফণা
তোমার জামার নীচে থাকে ঘাতক বাঘের নখ
তোমার শ্বাদন্তে থাকে সুপ্তগরলমাখা
ভুলছিনা ঐ চোখের প্রসন্নতায় , মিষ্টি হাসিমাখা
হাসি তো নয় আসলে ওটা প্রেতের অট্টহাসি
তার চেয়ে বরং সরাও তোমার স্পাইকের জুতো
তোমার হাতে ফুল দিয়েছে আমার দেশের লোকে
তাদের আশা এখন দেখি বৃথাই কেঁদে মরে
যারাই তোমার পাশে ছিল তারাই দূরে যাচ্ছে এখন
এবার তোমার নিজের কবর নিজেই তুমি খোঁড়
নিজের মান নিজেই বাঁচাও , মানে মানে পালাও ।