সমুদ্র খাঁড়ির ধারের দুটো বড় ধাড়ি ইঁদুর
ভাবলো তারা হয়না খাওয়া যাই বহু দূর
ভাবনা চিন্তা করে তারা গেল এক শহরে
খুঁজতে খুঁজতে পেয়েও গেল চাকরি নগরে ।
বড় ধাড়ি খাজাঞ্চিখানার পেল দায়িত্ব
ছোট ধাড়ি হেঁসেলখানা সামলায় নিত্য ।
বড় ইঁদুর টাকাকড়ি নিয়ে খেলে ছিনিমিনি
ছোট ইঁদুর সাবাড় করে বস্তা বস্তা চিনি ।
বড় ধাড়ি কুচি করে টাকা দাঁতে  কেটে
ছোট ধাড়ি ভুঁড়ি বাড়ায় খেয়ে শুধু পেটে ।