আমার প্রথম প্রেম যখন দমকা হাওয়ায় উড়ে যায়
কল্পনায় পাশেবসার সাথে চুলের ঘ্রাণ , শাড়ির আঁচল
সবুজ টিপ ঈগলের ছোঁয়ে কোথায় হারিয়ে যায়
আমার প্রথম চুম্বন শূন্যে মিলিয়ে গেলে
হিমাচল থেকে মিজোরাম , কাশ্মীর থেকে উটি
দ্বিতীয় প্রেমের হাত ধরে পাহাড়ের কিনারে বসে
দুদণ্ড শান্তি পাই ; এখন জীবনানন্দের কবিতা পড়ি দুজনে
ইতিহাসের গন্ধ শুঁকে চীনের প্রাচীর থেকে আইফেল টাওয়ার
গিজার পিরামিড থেকে ডেনমার্কের রাজধানীতে নিজেদের
নাম লিখি ; এখন মধ্যরাতের লড়াই নেই , মিশতে চাই গোদাবরীর
তীরে , জ্যোৎস্নার প্লাবনে ভাসি প্রতিরাত ;
আমাদের গল্পগুলো রুগ্ন কথার কচকচানি বাদ দিয়ে
বার্ধক্যের প্রেমে উদ্ভাসিত হয়ে বাঁচতে চাই ।