রমজানের এই রোজার শেষে এলো যখন ঈদ
আঁখিপাতে অশ্রু ঝরে নেই যে আমার নিঁদ।
আল-আকসা কাঁদছে আজি পাশব হামলায়
স্বাধীন দেশের নাগরিকের দুঃসহ যাতনায় ।


দেশে দেশে অতিমারি নিচ্ছে কেড়ে প্রাণ
স্বজনহারার ব্যথায় যাদের খুশি আজি ম্লান ।
মসজিদে আর ঈদগাহে আজ সীমিত লোকজনে
পড়ছে নামাজ তবু যেন ভক্তি নাহি মনে ।


নীরব ধারায় ভাসছে চোখে আপনজনের মুখ
থেমে থেমে উতলে ওঠে নামাজিদের দুখ ।
নতুন বসন , সেমাই লাচ্চা , মায়ের হাতের পায়েস
বিরস লাগে , খায় না করে আগের মতো খায়েস ।


দিকে দিকে আজ আল্লাহু ধ্বনি বড়ই যেন করুণ
বলছে সবে দূরত্ব রেখে নামাজ এখন পড়ুন ।
বুকে বুকে মিলন থেকে আমরা থাকি দূরে
আবার যদি বেঁচে ফিরি তখন দাঁড়াই ঘুরে ।