গরমের এক বিষণ্ণ দুপুরে
তালিমারা আলখাল্লা পরে
দাঁড়ালো এসে তোমার দুয়ারে
হাতে তার গড়গড়ার তসবিহ
তখন কাঠফাটা রোদ্দুর
ঘাম দাড়ি দিয়ে টুপিয়ে পড়ছিল
শালিকেরাও ছায়ার খোঁজে
কেবল ঘরের চালে চড়াইয়ের কিচিরমিচির
তুমি দুয়ার খুলে বেরিয়ে এলে
কয়েকটা বাতাসা ও একগ্লাস জল দিতে গেলে
তোমার চোখের কোণে কালি
স্বপ্নাহত দৃষ্টি দেখে ফকির বলল ,
এক দীনদুখী আরেক দীনদুখীর কাছে
কীভাবে মেটায় তৃষ্ণা
তারপর দূর থেকে ফুঃ দিয়ে চলে গেল
বলে গেল , সলতে জ্বালিয়ে বসে থাক
ঠিক দু'বছর পরে এসে জল বাতাসা খাব ।