এক যে ছিল রাজা !
আরে রাজা নহে ! উজির
আচ্ছা , উজির ছিল বদরাগী
আরে বদরাগী নয় , আসামী দাগী
চুপ করে যা হারামজাদা
আসবে ছুটে তার পেয়াদা !
ছিল উজির খামখেয়ালি
বলছি খুলে হেঁয়ালি
পেয়ে সবার ভোট
বাতিল করে নোট
চিপস্ বসানো টাকা ছাপে
জনগণ ভয়ে কাঁপে ;
সবাই পাবে লাখ পনেরো
আরো অনেক সাত-সতেরো
কত কিছু এটা ওটা
কিনবে খুশি মন চায় যেটা !
চাকরি পাবে কোটি কোটি
পড়বে দেশে টাকা লুটি
রাজধানীটা পালটে যাবে
গান্ধীনগর সেটা পাবে ।
যা খুশি তাই তুমি বলো আমি এবার পালাই
নইলে উজির পাঠিয়ে দেবে তিনশো খানেক সেপাই ।