দুঃস্বপ্নের স্মৃতিগুলো ধ্রুবতারার মতো ভাস্বর হয়ে
ভোলার সুযোগ না দিয়ে আমার আকাশে ভাসমান
ক্রমাগত স্বপ্নহনন করে ভাবনার বৃত্ত ধীরে ধীরে বর্ধমান
বেশিরভাগ রাত্রি বিনিদ্র , কাঁকড়ারেখার অবনতিকোণের
মতো  একটু হেলে আছে ; প্রিসেশন আমাকে স্থির রাখে না ।
পৃথিবীর ঠিক কোনখানে আমি দাঁড়িয়ে -- পাহাড়ের কিনারে
না পথের শেষপ্রান্তে নিজে জানিনে তবু মনে পড়ে তোমাকে
প্রথম দেখে মদিরার স্বপ্নে বিভোর হওয়ার সেই সুখকর ছবি
আমার ভগোলে দুঃখনিষঙ্গ , নিদাঘদহনে শুষ্কপ্রায়
মৃত্তিকার ফাটলে এক সদ্য অঙ্কুরিত চারা দেখে
আবার নাও ভাসিয়ে দিই প্রেমদরিয়ায়
অনন্তকাল পুড়ে মরতে চাই না  , মাতাল হতে চাই ।