একটি শব্দে যখন পার আমার মন ছুঁয়ে যেতে
কী দরকার গোলাপ ছেঁড়ার,বরং গাছেই থাক
আমার সামনে দাঁড়িয়ে বলো , তুমি সুন্দর !
অফিসের যে সহকর্মী তোমার প্রতি অসহিষ্ণু
তার কাছে গিয়ে একবার বলো , আপনি সুন্দর
সে আপনার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে
যে কুৎসিত লোকটা তোমার দিকে লোলুপ
তার সামনে একবার দাঁড়াও , বলো :
সুন্দর আপনার মন , সহানুভূতিশীল
সে ফুটো বেলুনের মতো চুপসে যাবে
যে আপনার দিকে আগ্রাসনের হাত বাড়ায়
তার হাতে একগোছা রজনীগন্ধা দিয়ে বলুন :
আপনি সুন্দর , তাই আপনার জন্যই
যে সৈন্য বেয়নেট হাতে তোমাদের মারতে এসেছে
ওদের কাছে তোমার শিশুকে দিয়ে একতোড়া
চেরি ফুল পাঠিয়ে দিও , বলুক তুমি সুন্দর
সে বন্দুক নামিয়ে রাখবে !
যখন একটি শব্দেই বিশ্বজয় করা যায়
তখন কী লাভ দ্বন্দ্বে অহর্নিশ !
কেবল সুন্দর শব্দটাই গেঁথে থাকে সবার মনে !