ফেব্রুয়ারি মাস আসে সব দেশে বিশ্বের
আমাদের ফেব্রুয়ারি তবু যেন ভিন্ন
পলাশের রঙে রাঙা আমাদের ফেব্রুয়ারি
বাতাসে বারুদের গন্ধ মেশানো ফেব্রুয়ারি
শত শহিদের রক্তে রাঙ্গানো ফেব্রুয়ারি
কথাবলার স্বাধীনতা অর্জনের ফেব্রুয়ারি
মনের দুয়ার খুলে যাওয়ার মাস
বুকের উচ্ছাস উন্মোচনের মাস
শত কোটি জনতার মিছিলের মাস
গৈরিক বসন পরিধানের অবসান
ফেব্রুয়ারির একুশে
দেশে ও বিদেশে
ভাষা দিবস পালনের
হানাদারদের আত্মমর্যাদা হননের
ভাষাপ্রেমীর মননের
স্বরবর্ণের প্রতিষ্ঠায়
ব্যঞ্জনবর্ণের প্রতিষ্ঠায়
সুবর্ণ অক্ষরে লেখা আ মরি বাংলা
আমার মায়ের বাংলা
আমার মুখের বাংলা
আমার বাংলার বর্ণমালা
আমার প্রাণের বাংলা ।