বই পত্র গল্পগুজব সব গিয়েছি এখন ভুলে
আমরা সবাই ফেসবুকে দিয়েছি খাতা খুলে
চেনা অচেনা আত্মীয় স্বজন পাঠায় অনুরোধ
হঠাৎ সেদিন  অনুরোধ পাঠিয়েছে বৌয়ে খোদ
যাই হোক এখন যা কিছু কথা ফেসবুকে রোজ
রান্নায় কভু লবণ কম , মুখে রোচে না সে-ভোজ
বড় ছেলেটি অনার্সের ছেলে লেখাপড়া গোল্লায়
ফেসবুকের দেখি নিত্য নতুন ছবিতে মন ভোলায়
মেয়ে একদিন বলেছে আমায় 'আমাকে বন্ধু নেবে'
ছোট ছেলেটি হয়তো একদিন একাউণ্ট খুলে দেবে
বাড়িতে আমরা পাঁচটি প্রাণী সদাই থাকি যে ব্যস্ত
কাকে দোষী করি তাই নিজেই করি দোষী সাব্যস্ত ।
কোথা বীরভূম কোথা বসিরহাট কোথায় হাবড়া
সব একাকার এক পরিবার যেন সবাই আমরা ।
মাঝেমাঝে দেখি গিন্নি ছবি দেয় নিত্যনতুন সাজে
দেখে ছবিগুলো আমি যে পড়েছি ভীষণ লাজে
এই কথাটাই একদিন আমি বলেতে গেলাম যখন
আচমকা দেখি আমাকেই রেগে ব্লক করেছে তখন।
কথা হয় বটে এক বাড়িতে থাকি যেহেতু দুজনে
ফেসবুকে এনে দিয়েছে ব্যবধান দুজনের মনে ।