নেতা , তোমার কালো চশমা সরাও
সারে সারে লো মাঠের আলে
নদীর ঘাটে , মোড়ের মাথায় , চায়ের দোকানে
কাটা হয়ে গেছে ধান
মাঠ পড়ে আছে খালি
শূন্য আকাশের পানে চেয়ে
নেতা , গ্রামের দিকে তাকাও


মানুষের দিকে দ্যাখো
জনতার দিকে দ্যাখো
অপুষ্টি আর অনাহারে হানাহানি
অশিক্ষা আর কুসংস্কারে মারামারি
নিশানে নিশানে কাটাকাটি


নেতা , আকাশের দিকে চোখ ফেরাও
চিমনিরা ছাড়ে না ধোঁয়া
যান্ত্রিক শব্দ গেছে থেমে
মাকড়সা বাঁধে বাসা
ক্ষীণ কলরব যায় শোনা
কারখানা খোলার নয় , দাবি আদায়ের


একদিন তোমরাও ছিলে গ্রামে
তখনো হওনি নেতা পুরোপুরি
এখন ধুলো উড়িয়ে যাও গ্রামে দৈবাৎ
দলাদলি দেখে তোমাদেরই সাঙাৎ
দিয়ে যাও মালা দিয়ে যাও বাহবা
কেউ হলে বাপদাদাহারা বা বিধবা !