চলে এসেছি গড়বেতার গনগনিতে
অগ্রহায়ণের মাঝামাঝি
হাওয়ায় তবু চৈত্রের চোখরাঙানি
মাটির ভাস্কর্যের কাছাকাছি ।
বয়ে চলে নীরব ছন্দে রূপসী শিলাবতী
বাঁধনহারা বেণীর মতো চলে এঁকেবেঁকে
পাড়ে বসে কে যেন বাজায় বাঁশি
পাথুরে লাল মাটিতে বসে আমরা চলেছি দেখে ।
বাংলার ক্যানিয়ন তুমি অনন্যা গনগনি
এ কী অপরূপ কাছেটানা রূপরেখা
আগুনরাঙা লালপাহাড়ী ভিখনগরের পাশে
মগ্নমায়া আলোছায়ায় বৈঁচিফুলের দেখা ।
মনে হবে হেথায় যদি কাটিয়ে যেতাম
খড়ের কুঁড়েঘরে দিন কয়েকের ছুটি
বাতাসবীণার ঝঙ্কারে বাজতো পাতার নূপুর
শরীরী নেশায় মাতেই যদি আমাদের মন দুটি ।