আমার যদি একটা ঘোড়া থাকতো
তবে তোমাকে পিছনে বসিয়ে
যেদিকে চোখ যায় চলে যেতাম তোমাকে নিয়ে
নিখরচায় বিন্দাস হয়ে ক্রমশঃ উত্তরে
পাহাড়ের দিকে ; যেতে যেতে পথে
ঘোড়াটিকে চারণভূমিতে ছেড়ে দিয়ে
পেট ভরে খাইয়ে নিয়ে আবার
ভালবাসায় মাখামাখি করে দুজনে
ঘোড়ার ছন্দে দুলে দুলে
মাতাল হাওয়ার নেশায় মদিরাবুঁদ
আহ্ কী আনন্দ !