পেঁচকের চিৎকার
বলা হয় ঘূৎকার ।
ভেকেদের বকবক
বলে সবে মকমক ।
কোকিলের 'কুহু'তান
জুড়ায় কি মন প্রাণ !
হস্তীর বৃ়ংহণ
কাঁপে মন , কাঁপে বন ।
কুকুরের বুক্কন
বুক করে কনকন ।
হংসের কেংকার
তা না জানে কে আর ?
অশ্বের হ্রেষা ধ্বনি
বাড়ে বুকের কাঁপুনি ।
বিড়ালের জিবনে
দয়া আসে কি মনে !
পাখিদের কাকলি
কূজনও কেউ বলি ।
ময়ূরের কেকা রব
আমরা তা জানি সব ।
সাপেদের ফোঁস ফোঁস
গাঢ় ঘুমে নাক ভোঁসভোঁস ।
দরজায় খুটখাট
স্যাকরার ঠুকঠাক ।
ধনুকের টংকার
বীণার ঝংকার ।
ছেঁড়ে জামা ফড়ফড়
গাছ পড়ে মড়মড় ।
নূপুরের নিক্কণ
গহনার শিঞ্জন ।