চতুর্দশ শতকের তুমিই ছিলে পথপ্রদর্শক
তুমিই দিয়েছিলে অনেকের চোখ ফুটিয়ে
তোমার দেখানো পথে হেঁটেছেন কবি সাহিত্যিক
তিন মুকুটের তুমি ছিলে এক উজ্জ্বল মুকুট
দান্তে , পেত্রারক আর তুমি একে ওপরের পরিপূরক
তুমি কবিতায় এনেছিলে নবজাগরণ
তোমার দ্য দেকামেরোন ইতালির সুখ-দুঃখ বহন করে
তৎকালীন মহামারীর বাস্তবতা ;
মহামারী প্লেগ তোমাকে ফ্লোরেন্স ছাড়তে বাধ্য করেছিল
অতিমারির সেই সব ভয়ঙ্কর ছবি তুমি তোমার লেখায়
তুলে ধরেছ । বিশুদ্ধ গ্রামীণ জীবনে তুলে ধরেছ ,
তোমাকে করেছে মহান সাহিত্যিক ।
আজ এই দীর্ঘদিনের সঙ্গী অতিমারির
ভয়াবহ দিনগুলোয় ঘরের কোণে বসে তোমার
অভিজ্ঞতার কথা পড়ি । দিল্লিতে শ্মশানে
ছিঁড়ে খায় কুকুর মৃতদেহ আর তারই পাশে
পুঁজিবাদের কোটি টাকার আইপিএল বড় বেমামান ।
গুজরাটে , উত্তর প্রদেশে হাহাকার , হাসপাতালে
বেড নেই , এত বড় দেশ অথচ অক্সিজেনের জন্য
পাশের দেশের দিকে তাকিয়ে থাকতে হয় । হাসপাতালে
গোপন করা হয়  মৃত্যুর কারণ ।
হে মহান কবি কত আগে তুমি আমাদের সাবধান করে গেছ ।