পৌষ এলো বুড়ির গায়ে
কেঁপেই বড় জবুথবু
ওই যে ছেলে ছেঁড়া জামায়
শীতেই খাচ্ছে হাবুডুবু ।
খড়ের আটি আগুন জ্বেলে
ওরা এখন ভাঙে শীত
হিহিহিহি শীত ভাঙাতে
গাইছে যেন দাঁতের গীত ।
লাঙল কাঁধে হুঁকো হাতে
গরিব চাষী মাঠে যায়
খেয়ামাঝি এই সকালে
হাল ধরেছে নিজের নায় ।
শীতে কাবু বুড়ো বুড়ি
আর যত  কচিকাঁচা
শীতের ক'মাস তাদের কাছে
হয়ে দাঁড়ায় মরণবাঁচা ।