ঘোর বিবাদ লেগেছে সংসারে
যৌথ পরিবারে নিশিদিন কলহ
ভাইয়ে ভাইয়ে বিবাদ
পড়শীরা না গলায় নাক
রাতদিন ধুন্ধুমার ভাইয়ে ভাইয়ে
যে-ভাইয়ের সন্তান বেশি
তারাই আচমকা দেয় পিটিয়ে
সুযোগে আসবাবপত্র দেয় ভেঙে
ঘরবাড়ির করে ক্ষতি
চীৎকার হট্টগোল লেগেই থাকে
বাড়ি থেকে উৎখাতের ভয়
মার-খাওয়া ভাই গড়ে প্রতিরোধ
কোনমতে থামে না লাঠালাঠি
শেষমেষ গড়ায় আদালত
প্রলম্বিত হয় বিচারের প্রক্রিয়া
বিবাদীর দাবি বিদেশী বৈমাত্রেয় সন্তান
বলপূর্বক চাহে অধিকার
আসামীর আর্জি : কে নয় বিদেশী হুজুর
কেউ বা ইউরোপ , কেউ বা ইরান তুরান
যুগ যুগ হেথা বাস সবার  এই পবিত্র ভূমে !
সুদীর্ঘ সওয়াল জবাবের পর
আদালতের দিকে তাকিয়ে দু'পক্ষ ।