ভূতপ্রেতনী মারা গিয়ে
নানান সাজে বেশে
হ্যালোইন নামে তারা
ঘুরছে দেশে দেশে ।
ছিল তারা চাঁদের দেশে
চরকাকাটা বুড়িই হলো
তাদের পূর্বসূরি
চন্দ্রযানের ঘায়ে যেদিন
বুড়ি গেল মরি'
সেই বুড়িটার ছেলেপুলে
ছাড়লো চাঁদের দেশ
দেশবিদেশে পাচ্ছে তারা
জামাইআদর বেশ ।
নামটা জবর , এখন খবর
হ্যালোইনের সাজে
দোকানগুলোয় ভীড়ের মেলা
বাঁশির সুরও বাজে ।
পাঁচটা মেয়ে রক্ত মেখে
নকল শিঙে দাঁতে
ভয় দেখিয়ে ঘুরে বেড়ায়
অনেক গভীর রাতে ।


চরকা-কাটা চাঁদের বুড়ি
রক্তমাখা চন্দ্রযানের ঘায়ে
বুড়ির চারটি ভগ্নী এসে
বসলো ডাইনে বাঁয়ে ।
ভূতপেত্নী মারা গিয়ে
এখন হ্যালোইন
হাড্ডি কাবাব খেয়ে তারা
গলায় ব্যথা ক্ষীণ ।
পাঁচ হ্যালোইন বেজায় কাবু
সরছে না আর কথা
মানুষ যারা বুঝবে না তো
তাদের মনের ব্যথা ।