কপাল করে এসেছিল আমাদেরই হারান ভাই
বিসু ঘোষের মতো তাই পেয়েছিল নাজ্জামাই ।
নাতনী কত ভাগ্যবতী এমন গুণী বরটি পেয়ে
লক্ষ লক্ষ টাকা জমে প্রতি মাসে খেয়েদেয়ে ।
চাকরি বাকরি কিছুই নহে করে শুধু রাজনীতি
শাসক দলের নেতা হয়ে নেই তো কোন ভয়ভীতি
নাজ্জামাইয়ের খুঁটির জোরে আজকে হারান ঠিকাদার
রাস্তা সেতুর বরাত পেয়ে কপাল ফিরে গেছে তার
নাতনী রিতা মহাসুখী সোনামেশা দুধ খেয়ে
কালো মেয়ে দুধের জোরে কনকবর্ণ  পেয়ে ।
নাজ্জামাইয়ের সাঙ্গপাঙ্গ আছে সারা দেশ জুড়ে
একডাকেতেই লক্ষ লোকে এক নিমেষে আসে উড়ে
এসব দেখে হারানভাইয়ের বুকের ছাতি লাফিয়ে বাড়ে
চলাফেরায় তাই তো হারান এখন সবার নজর কাড়ে ।