কাঠি আইসক্রিম পাঁচ পয়সায়
সেসব দিন এখন কল্পনা
দু পয়সায় এক ঠোঙ্গা মুড়ি
তোমরা ভাবছো জল্পনা
কিন্তু যখন ছোট ছিলাম
ছিল সোনার দিনগুলি
বিকেল হলে সবাই খেলি
কবাডি আর ডাংগুলি ।
কানমলা আর গাট্টামারা
স্মৃতিগুলো ইস্কুলে
বায়োস্কোপে চক্ষু দিয়ে
ছবিদেখা যাইনি ভুলে ।
কয়লা ট্রেন বাঁশি দিয়ে
ছাড়তো শুধু কালো ধোঁয়া
গোয়ালারা বাড়ি বাড়ি
দুধ দিত দু এক পোয়া ।