কথায় কথায় বললো পাশের বাড়ির হরেন
হয় কি কভু সমান সব জগতের নরেন  ?
কপট সেজে বেশভূষায় যায়না হওয়া সাধু
বক্তৃতার ফুলঝুরিতে যতই থাকুক জাদু ।
বিশ্বকবির নকল করে যতই বাড়াক দাড়ি
বিশ্বকবির মতো করে যতই বিদেশ পাড়ি
দিক না কেন হয়না যাওয়া তাঁর সমান !
রামকৃষ্ণ নাম হলে কি মিলবে কি সম্মান ?
নরেন দত্ত পেয়েছিলেন বিবেকানন্দ নাম
তাঁর মতো সম্মাননা  কি সহজ মুখের কাম !
যাত্রাদলে সিরাজদৌল্লার পাঠ যদি বা মেলে
তার মানে কি সত্যিকারের মর্যাদা সে পেলে !
নিজস্বতা না থাকলে হয় না যাওয়া মহান
পিছনে সব ঠাট্টা করে , মেলে না কোন মান ।