আমি ভালোবাসার ডানা মেলে কতদূর চলে যাই নিয়ত
কখনো কোন উপত্যকায় , কখনো রডোডেনড্রোনের জঙ্গলে , নির্জন ঝর্ণার ধারে
সমুদ্র সৈকতে ভিড় এড়াতে যাই না
গতকাল বিকেলেই তো তোমাকে নিয়ে পহেলগাঁওয়ে
তুষারঘেরা পাহাড়ের পাদদেশে সবুজ গালিচায়
আমি জানু পেতে বসেছিলাম তোমার মুখোমুখি
হিমের ভয়ে আমি তোমার ওড়নাটা টেনে
তোমার মাথায় বসিয়ে দিই ; একদিন
অক্টোবরের প্রথম দিকে তুমি আপেল বাগানে
আমার অপেক্ষায় পায়চারি করছো , আমি পা টিপে টিপে
পিছন থেকে চোখ ধরলে তুমি আমার হাত ছুঁয়েই
বুঝেছিলে
গুলমার্গে তুমি আমার গায়ে বরফ ছুঁড়ে দিচ্ছিলে
তোমার সাথে যখন টিউলিপ বাগানের পাশে বসি
প্রজাপতিরা আমাদের কথা শোনে
হাওয়া বাজায় বাঁশি তখন টিউলিপের পাপড়ি
আর তোমার ঠোঁট --- কোনটা পেলব বেশি দ্বিধায় পড়ি
সোনামার্গে সকালের সোনালি আলোয় তোমার সাথে
ঘোড়ায় চড়ে পাশাপাশি ঘুরেছি ;
আমি ভালোবাসার ডানা মেলে তোমাকে নিয়ে
ঘুরে বেড়াই তা কেউ জানে না
শুধু যাকে নিয়ে এই কবিতা সেই জানে !