দুঃখের দুঃস্বপ্নগুলো আর্নো নদীতে ভাসিয়ে দিতে
ফ্লোরেন্সে এসেছি , পণ্টি ভেকচিও ব্রিজের অদূরে
আর্নো নদীর পাড়ে বসে আছি । আমার সকল দুঃখ
আর্নোর জলে ঢেলেছি , জানি এসব গিয়ে মিশবে
তাইরেনিয়ান সাগরের জলে , আর কোন চিহ্ন থাকবে না
নদীতে ভাসমান ভেলায় প্রেমিকারে গায়ে ঠেস দিয়ে বসা
প্রেমিকাকে দেখে আমার মানসী যে ছিল আমার প্রেয়সী
যে নক্ষত্রের জগতে মিশে আছে যাকে আমি সহজেই
চিনে নিতে পারি হাজার নক্ষত্রের ভীড়ে মাঝ আকাশে
আমার বিধ্বস্ত মাস্তুল , ফাটা হাতপায়ের শিরা উপশিরা
দাঁড় ধরতে পারি না । হয়তো এটাই আমার শেষ যাত্রা
তারপর আমিও হয়তো আমার প্রেয়সীর কাছে চলে যাব ।