যখন রাষ্ট্রনীতি পরিবর্তন করে
নতুন ভাবে লেখা হয় নীতিতন্ত্রমালা
তখন ইঁদুর থাকে বিড়ালের তত্ত্বাবধানে
আর হরিণের দায়িত্বে থাকে ব্যাঘ্রকূল
ধর্মগুরু যায় শুঁড়িখানায় , মাতালেরা মন্দিরে ;  
ইতিহাস নতুন করে লেখা হয় :
রাষ্ট্রদ্রোহীরা পায় দেশপ্রেমিকের তখমা
তাদের বড় বড় মূর্তিতে মালাদান
স্বাধীনতা যারা এনেছিল তারা কাপুরুষ
তাদের অবয়বে কালিমালেপন
হায়েনাদের অবাধ যাতায়াত লোকালয়ে
পেঁচক দিবাচর আর শালিক টিয়া নিশাচর
কুমির খায় গাছের ডুমুর
সাতটা ধানের শিষে দুর্ভিক্ষের আভাস ।