বাংলার সাহিত্যাকাশে তুমি চিরকাল বরণীয়
তোমার অবদান রবে সদা চিরস্মরণীয়,
সুপ্ত ভাষা নির্মোক ছেড়ে আত্মরূপে বিকশিত
বাল্যশিক্ষার দ্বার তোমার হাতে উন্মোচিত
স্ত্রীশিক্ষার প্রসারে তুমি ছিলে মহান অগ্রদূত
সমগ্র জাতি তোমার অবদানে হলো অভিভূত
বালবিধবারে তুমিই করিলে ত্রাণ দেখাইলে পথ
কাগজে কলমে নয় নিজেই যখন অধিরথ
কেবল বিদ্যার সাগর নয় , দয়ারও সাগর তুমি
সমগ্র বঙ্গবাসী অবদানে তব পূত চরণ চুমি
দীনজন হয়ে তুমি , তোমার দীনের প্রতি টান
খর্ব বপুতেও তোমার হিমালয় সদৃশ অভিযান
বঙ্গরতন তুমি  বিশাল তরুবর , তব শীতল ছায়ায়
জুড়াইলে প্রাণ মোদের তোমার আপন মহিমায় ।