যা
চাই
পাব কী
ভাবি শুধু
যদি না পাই
মন যাবে ভেঙে
তার চেয়ে নীরব
থাক আমার কামনা
দেখি তোমার মন বোঝে
কি না বোঝে আমার চাওয়া
যদি না চাইতে পেয়ে যাই তো
সে হবে আমার পরম সৌভাগ্য ।
তোমার দূরদর্শী মন বুঝে নেবে
ঠিক আমার চাওয়া না-চাওয়া জানি
অনাঘ্রাত এক তনু-বল্লরীর আশায়
উন্মুখ হয়ে বসে আছি দিনরাত না ভেবে
যদি মেঘ না চাইতেই এসে যায় বারিধারা
সেদিন আমি পেখম মেলে তোমাকে ঘিরে হরষে
পরমানন্দে বৃষ্টির সুরে গেয়ে যাব গান উল্লাসে
আর লিখে যাব আমার না চেয়ে পাওয়ার ইতিকথা ।