আমার হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে আসতে পারে
যে সম্পদ অবিমৃশ্যকারিতায় হারিয়েছে
তাও ফিরে পেতে পারি বিচক্ষণতায়
যে প্রিয়জনের দেখা পাইনি অনেক বছর
তার সাথেও দেখা হতে পারে আচম্বিতে
ভয়ে কুঁকড়ে থাকার দিনেরও অবসান হতে পারে
হারিয়ে যাওয়া স্বাস্থ্য পুনরুদ্ধার হতে পারে
সবকিছুই ফিরে পেতে পারি কেবল যে প্রিয়জনকে
কবরে শায়িত করেছি তাকে আর ফিরে পাইনে
কত শত সন্তানহারা মায়ের সুখ ফিরিয়ে দিতে পারি না
শত সহস্র বিধবা কোটি জনতার মধ্যেও শান্তি ফিরে পায়না
যে সৈনিক দেশরক্ষার তাগিদে নিজপ্রাণ বলিদান দিয়েছে
দেশ তাকে ফিরে পায়না ; মনের গভীরে যে আকাঙ্ক্ষা
সকলের চলে যাওয়া দেখে মনের অজান্তে উঁকি দেয়
হাসপাতালের সেই যন্ত্রনার কেবিনে  তবুও
মনে পড়ে জীবনের প্রথম ঠোঁটে ঠোঁট রাখা
যার সুখময় অনুভূতি আর ফিরে আসে না ।