যেখানে পথ এসে থমকে দাঁড়ায়
নদী এসে দেয় বাধা আচম্বিতে
আকোমর জলে নেমে গাঁয়ের বধূরা
ঘাটে কলসের সারি রেখে
ডুব দেয় টুপ টুপ , কেউবা আঁজলা ভরে
জল নিয়ে মাথায় ঢালে
গলা , মুখ , হাত ধুঁধুলের খোসায় ডলে ডলে
গায়ের মলিনতা করে দূর
নদীর গর্ভ তাদের গায়ের ময়লা
নিজেদের অঙ্গে মাখে
পাড়ের অশত্থগাছে ডেকে ওঠে
কোকিল দয়েল হরিয়াল ঘুঘু
আমার পা গেঁথে যায় জগদ্দল পাথরের মতো
নদীর স্রোত আমার মস্তিষ্কে তোলে ঘূর্ণি ।