চাঁদের হাসি বাঁধ ভাঙে না
ভাঙে হাসির বাঁধ
দেখতে হলে চলে এসো
হাসছে সোনার চাঁদ ।
মায়ের কোলে আলো করে
হাসছে সোনা মানিক
না হয় তুমি কাজের ফাঁকে
দেখে গেলে খানিক ।
খিলখিলিয়ে হাসছে খুকু
ঘর করেছে আলো
আঁধার যত লুকিয়ে গেল
মনের দুঃখ-কালো !
মায়ের কোলে হীরের দ্যুতি
চাঁদ সেখানে গৌন
খুকুর হাসি দেখে বাড়ির
সবাই কেমন মৌন ।