এই যে জীবন আমার জীবন এমন কেন
দখনে হাওয়ায় মন ভেসে যায়
চাঁদের আলো যখন বিছায় আঙিনায়
পাখির ডাকে ঘুম ভেঙে যায়
তবুও কেন দুঃখে বলো মন কাঁদে ।


এই যে জীবন আমার জীবন তবুও দেখি
ফুলের হাসি দেখলে আমার মন ভরে
মায়ের কোলে শিশুর হাসি মন উতলে
ঝগড়া বিবাদ দেখলে কেন পলক পড়ে  
শান্তি কেন নেই যে দেখি সবার ভালে ।


সুখ কি আমার আসবে না কোন কালে
এর চেয়ে তাই আমি যদি পাখি হতেম
দুঃখ দেখে উড়ে কোথাও যেতাম চলে
হয়তো আমি সত্যি সত্যিই উড়েই যাব
স্বাস্থ্য আমার বড় জ্বালায় বর্তমানে ।