যদি আগে ভাবতাম আমরা এই পৃথিবীর অতিথি , মালিক নই
তবে জেনেবুঝে এতটা ক্ষতি করতাম না ;
নিজের বাড়িতে অনেক কিছুই করা যায় ,
কারো বাড়িতে গিয়ে সম্ভব নয়
অথচ আমরা ইচ্ছেমতো সেটা করে এখন অনুশোচনায় ডুবে আছি ;
প্যারিস এখন আমাদের ভালোবাসার শহর নয় ,
ফ্লোরেন্সের আর্নো নদীর পাড়ে তোমার পাশে বসা দুঃস্বপ্ন ,
চীনের প্রাচীর এখন সেই আগের মতো দুর্গ , প্রহরায় সৈন্য ;
নিউ ইয়র্ক , লণ্ডন আজ দুর্গম ; তাজমহল পরিত্যক্ত আজ ।
মক্কায় আজ সীমিত স্থানীয় লোকের আনাগোনা মুখোশে,
ডিজনির জগত এখন চোখের সীমানার অনেক দূরে ।
ক্ষমতা সৌন্দর্য আর অর্থ এখন অর্থহীন উপলব্ধি এখন ,
এসবের বিনিময়ে অক্সিজেন পাওয়া অসম্ভব যার জন্য
আজকের লড়াই অথচ প্রকৃতি কার্পণ্য করে না  ।
সম্ভোগ এখন একমাত্র সান্ত্বনা , পিতামাতা বন্ধুবান্ধবের
সঙ্গে দেখা না হওয়াই ভালোবাসার প্রকাশ  । প্রকৃতির
প্রয়োজন নেই মানুষের তাই তাদের খাঁচায় বন্দি করে ,
বায়ু , মাটি , জল এবং আকাশ মনে করে তাদের অতিথি
মানুষ , কখনো হয়নি মনিব , হবেও না কোনদিন ; এই
চেতনা আমরা যতদিন না পাব ততদিন আমরা বন্দি ।