আমায় যদি ভূতের রাজা
দিত একটা বর
আমি তবে ঘুরে দেখি
বিশ্ব চরাচর ।
পাখির মতন উড়ে যেতাম
কত সাগর নদী
ভূতের রাজার কাছে এমন
বরটি পেতাম যদি ।
প্রজাপতির মতো হয়ে
বসে ফুলের 'পরে
মধু খেতাম আপন মনে
পেটটি যেত ভরে ।
ভূতের বরে হতাম যদি
শক্তিশালী গায়ে
দুষ্টু লোকের শাস্তি দিতাম
ল্যাংটি মেরে পায়ে ।
মাছের মতো সাঁতার দিতে
আমি যদি পাই
সাগরতলে লুকিয়ে থাকা
জগৎ দেখতে চাই ।