সবাই যখন ঘুমিয়ে ছিল
আমার চক্ষু মেলা
জোছনা রাতে ভেসে চলে
নীল আকাশে ভেলা ।
ভেলায় বসে রাজকন্যে
লম্বা কালো চুল
সোনার বালা দুহাতে তার
কানে হীরার দুল ।
রাজকন্যের ভেলাখানি
আসছে আমার পানে
যদি দেখি এসেই পড়ে
বসাই কোনখানে !
আমার বাড়ি ভাঙাচোরা ,
কীই বা দেবো খেতে
না হয় দিলাম উঠোনেতে
একটা মাদুর পেতে !
নলেন গুড়ের মুড়কি দেবো
ধামাই ধানের খৈ
চিঁড়ে কলার সাথে দেবো
বাড়ি পাতা দৈ ।
কালো মেঘের দৈত্য এলো
কখন চুপিসারে
হারিয়ে গেলো রাজকন্যে
আর দেখিনা তারে !
ঘুমের পরী এসে যখন
আমার চোখে চুমে
জুড়ে এলো চক্ষু দুটি
ঢলেই পড়ি ঘুমে ।