বন্ধ হউক দুনিয়া জুড়ে
মানুষমারা যুদ্ধ
শান্তির বাণী ছড়িয়ে দিন
আবার এসে বুদ্ধ ।
বোমা বারুদ গোলা গুলির
বাতাস ভারি গন্ধে
মানুষ কেন ভুগবে বল
মরণ বাঁচন ধন্ধে !
যুদ্ধে মৃত বাবার পাশে
কাঁদছে দ্যাখো শিশু
এসব দেখে কষ্ট পেতেন
শান্তির নবী যীশু ।
যুদ্ধ যদি সত্যিই কর
কর রোগের বিরুদ্ধে
অশিক্ষা দূর করে নামো
সাক্ষরতার যুদ্ধে ।
লড়াই কর যত পার
দারিদ্র্য হঠাও দূরে
শান্তি আসুক পৃথিবী-বুকে
মানুষের হৃদয় জুড়ে ।