'mens sana in corpore sano'--Juvenil
সুস্থ মন সুস্থ শরীরে কবি তোমার কথা ভুলে গেছে সবাই
এখন শরীর সুস্থ হলে মন অসুস্থ
মন সুস্থ হলে শরীর অসুস্থ
এখন আর আগের মতো সেই জিম নেই
জিমখানার সেই আড্ডাও নেই
এখন চারিদিকে অসুস্থ মন
গঠনমূলক আড্ভা জানে না
এরা আড্ডা মানে ধর্ষণের ছককষা
অপহরণ ছিনতাইয়ের পরিকল্পনা
কবি জুভেনাল তোমার কথা এরা জানে না
তুমি বলেছিলে মানুষ দুটি জিনিসের জন্য আকুল :
রুটি ও খেলাধুলা -- এরা জানে না ।
দুহাজার বছর আগে তুমি বলেছিলে
সুখী মানুষ সাদা কাকের মতো দুর্লভ
এখনো একথা সর্বৈব ধ্রুবসত্য ।