তুমি যখন ভোরের সূচনা কর
আমি তখন রজনীকে শেষবারের মতো
আলিঙ্গন করি
সুখভোগের ক্লান্তিতে অবসন্নতা ঢাকি ।
তুমি ইলাকে কলুষমুক্ত করার ইচ্ছায়
সূত্র-সন্ধানে বিচরণ কর
আমার আঙ্গিনায় , খোলা বারান্দায় , কার্নিসে
সড়কে অলিন্দে মাঠে ঘাটে বাটে ;
সবাই যখন পোষ্য পালনে অক্ষমতা ঢাকে
অন্যপথে হাঁটে
তুমি তখন নিজের উষ্ণতা দিয়ে
আর কাউকে চোখ ফুটিয়ে দাও ।