চুপটি করে ঘরে বসো
বাইরে ভীষণ ভয়
মাঠেঘাটে নদীনালায়
জীবন সংশয় হয় ।
বাড়ির ছাদে গাছের তলে
না দাঁড়ানই ভালো ।
দেখছো নাকি এই জগতের
মুখটি কেমন কালো ।
দুই অসুরে লড়ছে এখন
সাঙ্গপাঙ্গ নিয়ে
ফন্দি আঁটে জেতার তরে
সকল শস্ত্র দিয়ে ।
ওই ছুঁড়েছে গুলিগোলা
আগুনমাখা তীর
কেউ হারে না ওরা এমন
মস্ত বড় বীর ।
আগুনগোলা পড়লো এসে
লম্বা গাছের মাথায়
জ্বলছে দ্যাখো আগুনশিখা
গাছের সবুজ পাতায় ।
বজ্র কঠিন কণ্ঠে হাঁকে
কান পাতা যে দায়
ঝড়ের সাথে পাল্লা দিয়ে
অরির দিকে ধায় ।
শব্দ শুনে দেবশিশুরা
কাঁদছে ভীষণ জোরে
ধরার বুকে বৃষ্টি নেমে
বইছে কেমন তোড়ে ।
কে বা জেতে কে বা হারে
চলছে এখন লড়াই
বাইরে গেলে অহংকারীর
ভাঙবে দেখো বড়াই ।
দোর জানালা বন্ধ করে
থাকো এখন ঘরে
গুলিগোলা বন্ধ হলে
বাইরে যেও পরে ।