"কর্ণাভরণ চোরে নিল অর্ধরাত্রিতে"--চর্যাপদ


খঞ্জ বাউল একতারা বাজিয়ে গেয়ে চলেছে
পাহাড়টা কাঁপলো কেন , নদীটা থামলো কেন
হাওয়া গরম বইছে কেন , পাখি গান থামায় কেন
তোমরা তাও জানো না তাও জানো না
ফসলের মাঠ শূন্য কেন , গাছেরা সব নিষ্ফলা কেন
লোকের গায়ে রক্ত কেন , ফেরেস্তারা ঘুমায় কেন
তোমরা তাও জানো না তাও জানো না ---
এসেছে দেশে এক মস্ত জাদুকর
যে পারে নদীর স্রোতকে ঘুরিয়ে দিতে
যে পারে সহচর ছাড়া অন্যদের ব্রাত্য করে দিতে
"বৃক্ষের তেঁতুল কুম্ভীরে খায়" জাদুবলে
ক্লান্ত চোখে লোকে মরাইয়ের স্বপ্ন দেখে
গলিতে মৃতদেহ দেখে জীবনের ভূগোল খোঁজে
জাদুকরের বাঁশি দেখা যায় না , সুর শোনা যায়
সেই সুরের মূর্ছনায় সম্মোহিত লোক
জাদুকরের পিছনে ধেয়ে চলে নদীর স্রোত হয়ে
ধুঁকছে প্রাণ মরবে না , রুদ্ধ কণ্ঠ মুখর হবে
আবার পাখি গাইবে গান , নদী হবে বহমান
জাদুকর তলিয়ে যাবে কোন এক অতল খাদে ।